বিয়ে না করলে কী গুনাহ হবে?
বিয়ে না করলে কী গুনাহ হবে?
বিয়ে সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকার ফলে প্রতিনিয়ত বিচ্ছেদের ঘটনা ঘটে চলছে তবে যদি আপনি বিয়ে সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে একটু সময় নিয়ে সম্পূর্ণ লিখাটি পড়ুন নয়তো বিয়ে সম্পর্কে আপনার মাঝেও থেকে যেতে পারে ভ্রান্ত ধারণা।
বিয়ে ফরজ আবার সুন্নত কোনো কোনো ক্ষেত্রে বিবাহ করা নফল আসলে বিবাহ একটি ইবাদত যা আল্লাহর নবী হযরত মুহাম্মাদ (সাঃ) নিজেও আদায় করেছেন এবং মুসলিম উম্মাহদের তিনি বিয়ে করতে উৎসাহিত করেছেন তবে কিছু কিছু ব্যক্তির জন্য বিয়ে ফরজ, সুন্নাহ, নফল, মাকরুহ বা হারাম হবে।
বিয়ে না করলে কী গুনাহ হবে এ প্রশ্নের সঠিক জবাব পেতে হলে সময় নিয়ে সম্পূর্ণ লিখাটি পড়তে হবে আমি চেষ্টা করছি সহজ ভাষায় বিয়ে সম্পর্কে সঠিক তথ্য আপনাদের মাঝে তুলে ধরতে আশা করি সবাই বিয়ে সম্পর্কে সঠিক তথ্য পাবেন।
বিয়ে না করলে কী গুনাহ হবে?
কিছু কিছু বিষয় মানুষের অবস্থানের উপর নির্ভর করে তাদের মধ্য থেকে বিয়েও একটি বিষয় সুতরাং বিয়ে কার জন্য ফরজ কাদের জন্য সুন্নাহ বা মাকরুহ তা নিন্মে সহজ ভাষা লিপিবদ্ধ করা হয়েছে।
বিয়ে করা কখন ফরজ?
যে ব্যক্তির শারীরিক ও আর্থিক সামর্থ্য আছে ও বিয়ে না করলে সে ফেতনা, ব্যভিচারে বা যিনায় লিপ্ত হওয়ার আশঙ্কা আছে এবং সে নারীর প্রতি আকর্ষীত হয় তাহলে ঐ ব্যক্তির জন্য বিয়ে করা ফরজ বা ওয়াজিব।
বিয়ে করা কখন সুন্নাহ?
বিয়ে করা ঐ ব্যক্তির জন্য সুন্নাহ বা ইবাদত যে ব্যক্তির শারীরিক ও আর্থিক সামর্থ্য আছে কিন্তু নারীর প্রতি আকর্ষীত হয় না ফেতনা বা যিনায় লিপ্ত হওয়ার আশঙ্কা নেই সে সব ব্যক্তির জন্য বিয়ে করা মুস্তাহাব বা সুন্নাহ। আল্লাহ রাসূল (সাঃ) এ ক্ষেত্রে বিয়ে করতে উৎসাহিত করেছেন।
বিয়ে করা কখন হারাম?
যদি এমন আশঙ্কা থাকে বিয়ে করার পর স্ত্রী বা স্বামীর উপর অত্যাচার অথবা জুলুম ব্যভিচার করার তখন ঐ সকল ব্যক্তির জন্য বিয়ে করা হারাম তবে এখানে আপনাকে আলেমদের সাহায্য নিতে হবে কারণ পরিস্থিতি ও মানুষের অবস্থানের উপর নির্ভর করে এ সকল বিষয় তাই যা সিদ্ধান্ত নেয়ার সময় আলেমদের সাহায্য নেয়াটা খুবই জরুরি।
বিয়ে সংক্রান্ত বাকি বিধানগুলো ঐ ব্যক্তির জন্য প্রযোজ্য যার আর্থিক ও শারীরিক সামর্থ্য নেই অথবা আর্থিক সামর্থ্য নেই কিন্তু শারীরিক সামর্থ্য আছে। নবী করিম (সাঃ) সবাইকে বিয়ে করতে উৎসাহিত করেছেন কারণ বিয়ে মানুষের চুক্ষকে শীতল করে ও লজ্জাস্থানের হেফাজ নিশ্চিত করে এ ছাড়া বিয়ের মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ সুগম হয় অন্তরের অসওয়াসা ও অবৈধ্য কামনা থেকে রক্ষা পাওয়া যায়।
আমাদের ইউটিউব ও ফেসবুক চ্যানেল আছে ঐখানে আমরা ভিডিও আপলোড করে থাকি যারা ভিডিও দেখতে পছন্দ করো তারা চাইলে চ্যানেল ঘুরে আসতে পারো।