রিয়েলমি নোট ৫০ এর দাম কত?
আপনি যদি কম দামে রিয়েলমির ভালো মোবাইল ফোনের অনুসন্ধান করে থাকেন তাহলে রিয়েলমি নোট ৫০ স্মার্টফোনটি দেখতে পারেন কারণ এ ফোনে কম দামে আকর্ষণীয় সব ফীচার যুক্ত করা হয়েছে। রিয়েলমি নোট ৫০ ফোনের বাংলাদেশ মোবাইল বাজারে অফিসিয়াল দাম কত রাখা হয়েছে ও কী কী ফিচার ব্যবহার করা হয়েছে তা নিচে উপস্থাপন করা হলো একটু কষ্ট করে জেনে রাখুন।
রিয়েলমি নোট ৫০
রিয়েলমি নোট ৫০ বাংলাদেশ মোবাইল বাজারে মোট ২টি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে ৪জিবি র্যাম ৬৪জিবি রম ও ৪জিবি রম ১২৮জিবি রম এবং এ ফোনের কালারও থাকছে দুটি যা হলো স্কাই ব্লু, মিডনাইট ব্ল্যাক।
রিয়েলমি নোট ৫০ মোবাইল
বর্তমান বাংলাদেশ মোবাইল বাজারে রিয়েলমি নোট ৫০ মোবাইলটি মোট দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে ৪জিবি র্যাম ৬৪জিবি রম ভ্যারিয়েন্টের দাম ১০,৪৯৯ টাকা এবং ৪জিবি র্যাম ১২৮জিবি রম ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা
রিয়েলমি নোট ৫০ ডিসপ্লে
রিয়েলমি নোট ৫০ মোবাইলে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে ৬.৭৪ ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেল যাতে রেজুলেশন সমর্থন করে ৭২০x১৬০০ পিক্সেল এবং রিফরেশ রেট হিসাবে ব্যবহার করা হয়েছে ৯০ হার্জ।
রিয়েলমি নোট ৫০ ক্যামেরা
রিয়েলমি এফোনের পিছনে মোট ২টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে যা ১৩ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ০.০৮ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং এই ফোনের সামলে সেলফি ক্যামেরা হিসাবে ৫ মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে। যারা ভিডিওগ্রাফি করতে পছন্দ করো তারা এফোনের পিছনের ক্যামেরা দিয়ে কোয়াড এইচডি ১০৮০ পিক্সেল রেজুলেশন ও ৩০ এফপিএস ধারা ভিডিও করতে পারবে আর এফোনের সামনের ক্যামেরা দিয়ে শুধু এইচডি ৭২০ পিক্সেল রেজুলেশন ধারা ভিডিও করা যাবে।
রিয়েলমি নোট ৫০ অপারেটিং সিস্টেম
রিয়েলমি তাদের এফোনে অপারেটিং সিস্টেম হিসাবে এন্ড্রয়েড ১৩ রিয়েলমি ইউ আই টি ব্যবহার করেছে ও প্রসেসর হিসাবে ইউনিসক টাইগার টি৬১২ যা একটি ১২ ন্যানো মিটারের প্রসেসর যা অক্টাকোর ২.০১ গিগা হার্জ প্রোভাইট করে এ ছাড়া গ্রাফিক্স হিসাবে আছে মালি জি৫৭ এবং র্যাম রম হিসাবে মোট ২টি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে ৪জিবি র্যাম ৬৪জিবি রম, ৪জিবি র্যাম ১২৮জিবি রম।
রিয়েলমি নোট ৫০ অন্যান্য
রিয়েলমি নোট ৫০ ফোনে ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে ৫,০০০ পাওয়ার ফুল নন রিমুভেবল ব্যাটারি এ ছাড়া এই ব্যটারিটি দ্রুত চার্জ করার সুবিধার্থে ফাস্ট চার্জার হিসাবে ১০ ওয়াট ব্যবহার করা হয়েছে এবং সিকিউরিটির জন্য এফোনে ফেইস লক ও সাইড মাইন্টেড ফিঙ্গারপ্রিন্ট লক প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে।
রিয়েলমি নোট ৫০ এর দাম কত?
বাংলাদেশ মোবাইল বাজারে এই মুহুর্তে রিয়েলমি নোট ৫০ মোট ২টি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, ৪জিবি র্যাম ৬৪জিবি রম ফোনের অফিসিয়াল দাম ১০,৪৯৯ টাকা আর ৪জিবি র্যাম ১২৮জিবি রম ফোনের দাম ১১,৯৯৯ টাকা। বাংলাদেশ মোবাইল বাজারে যেকোনো সময় মোবাইল ফোনের দাম কমতে ও বাড়তে পারে সুতরাং আপনি যে সময়কালে এই পোস্ট পড়ছেন তখন অবশ্যই রিয়েলমির অফিসিয়াল বাংলাদেশী ওয়েবসাইট ভিজিট করে বর্তমান দাম জেনে নিবেন।
রিয়েলমি নোট ৫০ এর দাম কত? কী কী ফিচার এফোনে ব্যবহার করা হয়েছে সে সব সম্পর্কে উপরে আলোচনা করা হয়েছে যদি তোমাদের মাঝে রিয়েলমি নোট ৫০ বা মোবাইল সম্পর্কৃত কোন প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো আমরা তোমাদের কমেন্টের যথাযথা সম্মান করার চেষ্টা করবো। ধন্যবাদ