রেডমি ১২ কত টাকা?
আপনি যদি কম টাকায় রেডমি মোবাইল কিনতে চান এবং আপনার পছন্দের ব্যান্ড হয়ে থাকে শাওমি তাহলে এই পোস্ট আপনার জন্যই কারণ রেডমি ১২ কত টাকা? ও এই মোবাইলে কী কী ফিচার ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত সহজ ভাষায় নিন্মে উপস্থাপন করা হলো একটু কষ্ট করে শখের মোবাইলের ফিচারগুলো দেখে ও বাংলাদেশ মোবাইল বাজারে বর্তমান দাম কত জেনে রাখুন।
রেডমি ১২ মোবাইল
বর্তমান বাংলাদেশ মোবাইল বাজারে এই মোবাইলটি মোট ৩টি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে ৪জিবি র্যাম ১২৮জিবি রম ফোনের দাম ১৬,৪৯৯ টাকা, ৬জিবি র্যাম ১২৮জিবি রম ফোনের দাম ১৭,৪৯৯ টাকা, ৮জিবি র্যাম ২৫৬জিবি রম ফোনের দাম ১৯,৯৯৯ টাকা।
রেডমি ১২ ডিসপ্লে
৬.৭৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যা্তে ১০৮০x২৪৬০ পিক্সেলস রেজুলেশন ও টাচস্ক্রিন হিসাবে আইপিএস এলসিডি প্যানেল এবং ৯০ হার্জ রিফরেশ রেট সমর্থন করে।
রেডমি ১২ ক্যামেরা
রেডমি ১২ ফোনের পিছনে মোট ৩টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে যাতে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং এ ফোনের সামনে সেলফি ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। রেডমি ১২ মোবাইলের সামনের ও পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করা যাবে ১৯২০x১০৮০ পিক্সেল মানে ফুল এইচডি এ ছাড়া ভিডিও রেকর্ড করা যাবে ৩০এফপিএসের মাধ্যমে।
রেডমি ১২ অপারেটিং সিস্টেম
অপারেটিং সিস্টেম হিসাবে এ ফোনে পাচ্ছেন এন্ড্রয়েড ১৩ (এমআই ইউআই১৪) প্রসেসর মিডিয়াটেক হ্যালিও জি৮৮ যা অক্টাকোর ২.০ গিগাহার্জ প্রোভাইট করে এ ছাড়া গ্রাফিক্স হিসাবে আছে মালি-জি৫২ এমসি২ এবং র্যাম রম হিসাবে মোট ৩টি ভ্যারিয়েন্ট ৪জিবি র্যাম ১২৮জিবি রম, ৬জিবি র্যাম ১২৮জিবি রম আর ৮জিবি র্যাম ২৫৬জিবি রম।
রেডমি ১২ অন্যান্য
রেডমি ১২ ফোনে ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে ৫,০০০ এমএইচ নন রিমুভেবল পাওয়ার ফুল ব্যটারি এ ছাড়া এই ব্যটারিকে ফুল চার্জ করতে দ্রুততম ফাস্ট চার্জার ১৮ ওয়াট ব্যবহার করা হয়েছে এবং সিকিউরিটির জন্য এ ফোনে থাকছে ফেইস লক ও সাইট মাউন্টেড লক প্রযুক্তি।
রেডমি ১২ কত টাকা?
রেডমি ১২ একটি ৪জি স্মার্টফোন এ ফোন বাংলাদেশ মোবাইল বাজারে মোট ৪টি কালারে পাওয়া যাবে -মিডনাইট ব্ল্যাক, স্কাই ব্লু, পোলার সিলভার, মুনস্টোন সিলভার এবং এ ফোনের বাংলাদেশে অফিসিয়াল দামগুলো ৪জিবি র্যাম ১২৮জিবি রম ফোনের দাম ১৬,৪৯৯ টাকা, ৬জিবি র্যাম ১২৮জিবি রম ফোনের দাম ১৭,৪৯৯ টাকা, ৮জিবি র্যাম ২৫৬জিবি রম ফোনের দাম ১৯,৯৯৯ টাকা।
রেডমি ১২ কত টাকা? ও কী কী ফিচার পাওয়া যাচ্ছে এ ফোনে তা উপরে উপস্থাপন করা হয়েছে যদি এ ফোন সম্পর্কে আরো কিছু জানার থাকে বা মোবাইল সম্পর্কৃত কোন প্রকার প্রশ্ন থাকে তাহলে তা কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনার কমেন্টের যথাযথ সম্মান করার চেষ্টা করবো। ধন্যবাদ