তারাবি না পড়লে কী গুনাহ হবে?
তারাবি না পড়লে কী গুনাহ হবে?
রমজান মাস একটি বিশেষ ইবাদতের মাস এ মাসে মানুষের দোয়া ও ইবাদতের মাধ্যমে পূর্বের করা সকল গুনাহ মাফ চেয়ে নিজের ভুল ও অপরাধগুলোর সংশোধনের সুযোগ রয়েছে।
তারাবির সালাত আদায় করে দোয়ার মাধ্যমেই পূর্বে গুনাহগুলো সংশোধনের এ সুযোগ যে ব্যক্তি হাত ছাড়া করলো সে নিজের জীবনের অনেক বড় ক্ষতি করে ফেললো।
এখন আসি তারাবির সালাত বা নামাজ আদায় না করলে কী গুনাহ হবে? রমজান মাসে ২০ রাকাত তারাবি সালাত বা নামাজ আদায় করা সুন্নাতে মুয়াক্কাদাহ আর সুন্নাতে মুয়াক্কাদাহর গুরুত্ব প্রায় ওয়াজিব বা ফরজের কাছাকাছি।
যেহেতু ওয়াজিব বা ফরজের কাছাকাছি মর্যাদায় পায় তারাবির ২০ রাকাত সালাত এবং মাযহাবের ইমামদের কাছ থেকে স্পষ্ট করা হয় যদি কেউ ইচ্ছাকৃত অথবা অনাইচ্ছাকৃত ভাবে তারাবির ২০ রাকাত সালাত ছেড়ে দেয় তাহলে গুনাহ হবে।
এ ব্যাপারে কথা বলেছেন ‘শায়েখ উমায়ের কোব্বাদী’ সুতরাং কারো উচিত হবে না রমজান মাস জীবনে পেয়ে নিজের গুনাহ মাফ না করিয়ে উল্ট তারাবির ২০ রাকাত সালাত আদায় না করে গুনাহের বোঝা আরো বাড়িয়ে নেয়া।
তারাবি না পড়লে কী গুনাহ হবে? এ ব্যাপারে যদি আপনাদের বিশেষ কোনো মতবাদ থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের প্রত্যেকের মতামতের যথাযথ সম্মান করার চেষ্টা করি।