বাংলাদেশের এক নাম্বার ইউটিউবার কে?
বাংলাদেশের এক নাম্বার ইউটিউবার কে?
বর্তমানে সরকারি চাকরি ও ব্যবসায় সীমাবদ্ধ নেই মানুষের কর্ম সংস্থা কারণ নতুন এ প্রজন্মের কাছে অনলাইন মিডিয়া ফেসবুক, ইস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবের মতো প্লাটফর্ম ধরা দিয়েছে যার ফলে ঘরে বসে যুবসমাজ মাসে লক্ষ্য থেকে কোটি টাকা আয় করছে।
ইউটিউবে কে সবচেয়ে বেশি জনপ্রিয়’ তা বহুভাবে প্রকাশ পায় কেউ ভিউসের দিক থেকে জনপ্রিয় বা কেউ সাবস্ক্রাইবের দিক থেকে বেশি জনপ্রিয় তবে ইউটিউবের ভাষায় যার বেশি সাবস্ক্রাইবার রয়েছে সে বেশি জনপ্রিয় তাই আজকে আপনাদের জানাবো ‘বর্তমান বাংলাদেশের ১ নাম্বার ইউটিউবার কে‘ এবং তার বর্তমান অবস্থা সম্পর্কে।
বাংলাদেশের এক নাম্বার ইউটিউব চ্যানেলের মালিক রাকিব হোসাইন তার ইউটিউব যাত্রা শুরু হয় 2015 সালের জুলাই মাসের 14 তারিখ এবং বর্তমান 2024 সালের মার্চ মাসের 18 তারিখে তার চ্যানেলের সাবস্ক্রাইব ও ভিডিও সংখ্যা হলো SUB-13.4 Millions ভিডিও সংখ্যা 504 টি এ ছাড়া রাকিব হোসাইনের চ্যানেলের মোট ভিউস সংখ্যা 4,553,358,632 Views তার ইউটিউব চ্যানেলের ইউজার নাম দেয়া হয়েছে rakibhossainvlogs শুধু ইউটিউব নয় ফেসবুক, ইস্টাগ্রামেও কাজ করেন রাকিব হোসাইন খেত বাংলাদেশের এক নাম্বার ইউটিউবার।
বাংলাদেশের এক নাম্বার ইউটিউবার!
দর্শক , এক নাম্বার স্থান যে কোনো সময় চলে যেতে পারে তার কারণ বাংলাদেশে প্রায় যুবক এখন ইউটিউব প্লাটফর্মে কাজ করতে আগ্রহী হচ্ছে ফলে প্রতিনিয়ত প্রতিযোগীতা বেড়ে’ই চলছে। বাংলাদেশের জনপ্রিয় এক নাম্বার ইউটিউবার রাকিব হোসাইন সম্পর্কে অথবা ইউটিউব সম্পর্কৃত যে কোনো মতামত কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের মতামতের যথাযথ সম্মান করার চেষ্টা করবো। ধন্যবাদ