গ্রামীণ সিমের সকল প্রয়োজনীয় কোড
বাংলাদেশে যত সিমে চলমান রয়েছে তাদের মাঝে গ্রামীণফোন অন্যতম জনপ্রিয় একটি সিম। বাংলাদেশের প্রায় মানুষ ব্যবহার করে থাকেন গ্রামীণফোনের সিম কিন্তু অনেকে জানে না কীভাবে গ্রামীণ সিমের নাম্বার দেখতে হয়, নাম্বারে কত টাকা ব্যালেন্স এ ছাড়া আরো অনেক প্রয়োজনীয় কোড আছে যা সবাই জানে না তাই অজানা এবং গুরুত্বপূর্ণ সব কোডগুলো আজকের এ লিখাটিতে উপস্থান করা হলো যাতে সবাই সহজে গ্রামীণফোনের সব কোড জেনে আরো বেশি আনন্দের সাথে উপভোগ করতে পারে গ্রামীণ সিমের সার্ভিস।
গ্রামীণ সিমের সকল প্রয়োজনীয় কোড জানুন।
গ্রামীণ সিমে টাকা দেখার কোড কত?
গ্রামীন সিমে টাকা দেখার কোড সহজ কোড হলো : * 566 # আরো একটি উপায় রয়েছে গ্রামীণ সিমের টাকা বা ব্যালেন্স দেখার সেটি হলো * 121 * 1#
গ্রামীণ সিমের নাম্বার দেখার কোড কত?
গ্রামীণ সিমের নাম্বার চেক করতে আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে *2# লিখুন তাহলেই নাম্বার দেখতে পাবেন।
গ্রামীণ সিমের এমবি দেখার কোড কত?
গ্রামীণ সিমের এমবি দেখার কোড হলো * 121 * 3# এই নাম্বার ডায়াল করে আপনার গ্রামীণ সিমে কত এমবি কেনা হয়েছে তা জানতে পারবেন।
গ্রামীণ সিমের মিনিট দেখার কোড কত?
আপনার গ্রামীণ সিমে কত মিনিট আছে তা জানতে আপনার ফোনের ডায়াল অপশনে লিখুন * 121 *2# তাহলেই জানতে পারবেন আপনার সিমে কত মিনিট আছে।
গ্রামীণ সিমে এসএমএস দেখার কোড কত?
যারা গ্রামীণ সিমে কত এসএমএস কিনেছেন তা দেখতে বা জানতে পারছেন না তারা ফোনের ডায়াল অপশনে গিয়ে লিখুন * 121 *4# তাহলে দেখতে পারবেন আপনার সিমে ঠিক কতটি এসএমএস রয়েছে।
আপনি যদি গ্রামীণ সিম সম্পর্কে আরো তথ্য জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাকে যথাযথ সাহায্য করতে। ধন্যবাদ