প্রযুক্তি তথ্য

Symphony innova30 দাম কত?

বাংলাদেশ মোবাইল বাজারে কম দামে ভালো মানের ফিচার ও স্মার্টফোন সেম্ফনি বরাবরই দিয়ে আসছে কিন্তু এবার সেম্ফনি তাদের স্মার্টফোনে ভিন্ন কিছু নিয়ে এসেছে যা আমরা Symphony innova30 ফোনটিতে নজর দিলেই দেখতে পায়। কম দামে বেশ সুন্দর আকর্ষণীয় ডিজাইন ও ৬জিবি র‍্যাম ১২৮জিবি রমের সাথে বর্তমান দাম অনুসারে সেম্ফনি একটি গেইম চেঞ্জার মোবাইল ফোন লঞ্চ করেছে তা দামি জানানো যায়।

Symphony innova30 ফোনের বাংলাদেশ মোবাইল বাজারে দাম কত ও কী কী ফিচার এ ফোনে যুক্ত করা হয়েছে নিচে তা উপস্থাপন করা হলো।

Symphony innova30 দাম কত?

বাংলাদেশ মোবাইল বাজারে Symphony innova30 মোবাইলটি মোট ২টি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে ৬জিবি র‍্যাম ১২৮জিবি রম ও ৮জিবি র‍্যাম ১২৮জিবি রম এবং এ ফোনটি মোট ৩টি কালারে পাওয়া যাবে’ মিরোর হুয়াইট, রিফ্লেকটিভ গ্রীন, স্পেস গ্রীন।

Symphony innova30 ফোনের ৬জিবি র‍্যাম ১২৮জিবি রমের অফিসিয়াল দাম রাখা হয়েছে ১১,৬৯৯ টাকা অপর দিকে ৮জিবি র‍্যাম ১২৮জিবি রম ফোনের দাম রাখা হয়েছে ১২,৬৯৯ টাকা। দুঃখজনক একটি বিষয় তোমাদের না জানিয়ে থাকতে পারছি না যে Symphony innova30 ফোনের ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি রমের ফোনটা বাংলাদেশ মোবাইল বাজারের তেমন পাওয়া যাচ্ছে না আমার মনে হয় সেম্ফনি এখানে কেবল মাত্র আকর্ষণ হিসাবেই ৮জিবি ১২৮জিবি ১২,৬৯৯ টাকায় লঞ্চ করে ছিলো।

Symphony innova30 ফোনের ফিচার সমূহ

  • Network Sim : Dual SIM (Nano-SIM, Dual stand-by)
  • Network Type : GSM / HSPA / LTE
  • Network 2G : GSM 850 / 900 / 1800 / 1900
  • Network 3G : HSDPA 850 / 900 / 2100
  • Network 4G : LTE
  • Body Dimensions : 164.27 x 76.02 x 8.45 mm
  • Body Weight : 193g
  • Display Type : IPS LCD
  • Display Size : 6.56 inches
  • Display Resolution : 720 x 1612 pixels
  • Display Density : 269 ppi
  • Operating System : Android
  • OS Version : Andriod 13
  • Chipset : UniSOC T616
  • CPU : Octa-Core 2.0GHz
  • GPU : G57, 750MHz
  • Memory Internal : 128 GB
  • Ram : 6 GB & 8 GB
  • Memory Type : UMCP5
  • Primary Camera : Triple: 108 MP, (wide)
  • Macro Camera : 2 MP
  • Depth Camera : 2 MP
  • Selfie Camera : 8MP
  • Video Records : 1080p@30fps
  • Battery Type : Li-polymer battery
  • Battery Capacity : 5000 mAh
  • Fast Charger : 18W Wired
  • Lock : Side Mounted & Face Unlock
  • Bangladesh Price : 11,699 Taka

বাংলাদেশ মোবাইল বাজারে কম দামে সেরা একটি Symphony innova30 তবে আপনার কাছে কতটা সেরা ও ভালো মোবাইল বলে মনে হয় তা কমেন্ট করে জানাতে পারেন এবং যদি আপনি এই মোবাইলটি কিনে থাকেন তাহলে ছোট করে কমেন্ট বক্সে এই ফোন সম্পর্কে একটু রিভিউ দিয়ে যান যাতে যারা এখনও Symphony innova30 মোবাইলটি কিনে নাই তাদের কিনতে সুবিধা হয়। ধন্যবাদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button