দৈনিক বিনোদন

শয়তান' সিনেমা কত আয় করেছে?

শয়তান বক্স অফিস

অজয় দেবগন ও মাধবন অভিনীত ভিন্ন ধারার মুভি ‘শয়তান’ আয় করেছে ১০০ কোটির বেশি মুক্তির শুরু থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে অজয় দেবগনের শয়তান।

সপ্তাহ শেষ হয়ে যাচ্ছে তবুও কমছে না বক্স অফিস’ মাত্র দুই হাজার ৮০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই মুভিটি তারপরও বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম ৭দিনে বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ১০৮ কোটি রুপি যার ভেতর শুধু ভারতেই ছবিটির আয় দাড়িয়েছে ৭৮ কোটি রুপি! মুক্তির দিন অর্থাৎ রোজ শুক্রবার ৮ই মার্চ বক্স অফিসে ‘সয়তান” ১৪.৭৫ কোটি রুপি আয় করে।

‘শয়তান ছবিটি পরিচালনা করেছেন বিকাশ বহেল ও প্রয়োজনা করেছে জ্যোতি দেশপান্ডে, অজয় দেবগন, অভিষেক পাঠক, কুমার মঙ্গত পাঠক। এ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে দেবগন ফিল্মস, জিও স্টুডিওস ও প্যানোরমা স্টুডিওস।

সিনেমাটি কালো জাদু, বশীকরণের মতো বিতর্কিত বিষয়ের উপর তৈরি ‘শয়তান’ ছবিটি এবং এটি একটি গুজরাটি ‘বশ’ সিনেমার রিমেক ছবি যা অজয় দেবগন কপিরাইটস কিনে আবার হিন্দি ভাষায় তৈরি করেছে শয়তান নাম দিয়ে। সিনেমার সকল আপডেট পেতে Battle OFXahid‘র সাথে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button