প্রযুক্তি তথ্য

১৫ হাজার টাকায় ভিভো মোবাইল ২০২৪

১৫ হাজার টাকায় ভিভো মোবাইল ২০২৪

১৫ হাজার টাকায় ভিভো সেরা ক্যামেরা ও স্টাইলিশ মোবাইল ফোন কিনতে চাইলে VIVO Y17s মোবাইলটি কিনতে পারেন কারণ ১৫ হাজারে এই ফোনটি দারুণ সব ফিচার প্রোভাইট করতেছে যা এ দামে অন্য ফোনে খুব বেশি পাওয়া যায় না এবং আপনার যদি ভিভো কোম্পানির মোবাইল বেশি পছন্দ হয়ে থাকে তাহলে এ ফোনটি অবশ্যই আপনার ভালো লাগবে।

VIVO Y17s মোবাইলের দাম কত?

বাংলাদেশ মোবাইল বাজারে এই ফোনটি অফিসিয়াল ভাবে মোট ২টি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে ৪জিবি র‍্যাম ১২৮জিবি রম ও ৬জিবি র‍্যাম ১২৮জিবি রম এবং এ ফোনটি ৩টি কালারে পাওয়া যাবে ডায়মন্ড অরেঞ্জ, গ্লিটার পারপেল, গ্রীন ফরেস্ট আর এ ফোনের ৪জিবি র‍্যাম ১২৮জিবি রম ফোনের দাম রাখা হয়েছে ১৪,৪৯৯ টাকা ও ৬জিবি র‍্যাম ১২৮জিবি রম ফোনের দাম রাখা হয়েছে ১৫,৯৯৯ টাকা।

VIVO Y17s মোবাইলের ফিচার!

  • Display Info : IPS LCD, 700 nits (peak) Size, 6.56 inches, 103.4 cm2 (~83.8% screen-to-body ratio)
  • Display Resolution : 720 x 1612 pixels, 20:9 ratio (~269 ppi density)
  • Operating system : Android 13, Funtouch 13
  • Chipset : Mediatek MT6769 Helio G85 (12nm)
  • CPU : Octa-core (2×2.0 GHz Cortex-A75 & 6×1.8 GHz Cortex-A55)
  • GPU : Mali-G52 MC2
  • Memory solt : microSDXC (dedicated slot)
  • Internal storage : 4GB Ram 128GB Rom & 6GB Ram 128GB Rom (eMMC 5.1)
  • Back Camera : 50 MP, f/1.8, (wide), PDAF
    2 MP, f/2.4, (depth)
  • Features : LED flash, panorama
  • Video record : 1080p@30fps
  • Selfie camera : 8 MP, f/2.0, (wide)
  • Video record : 1080p@30fps
  • Battery : 5000 mAh, non-removable
  • Fast charger : 15W wired & Reverse wired charge supported
  • Security system : Side-mounted fingerprint scanner & Face unlock
  • Colour design : Glitter Purple, Forest Green, Diamond Orange
  • Brand : VIVO & Model – Y17s
  • Bangladesh Price : 14,499 BDT+VAT(4GB RAM) & 15,999 BDT+VAT(6GB RAM)

এ মুহুর্তে বাংলাদেশ মোবাইল বাজারে অফিসিয়াল ভাবে ভিভো ওয়াই১৭এস ফোনের দাম ও এ ফোনে কী কী ফিচার ব্যবহার করা হয়েছে তা উপরে উপস্থাপন করা হলো আশা করি আমাদের এ পোস্ট তোমাদের ভালো লেগেছে এবং পর্যাপ্ত তথ্য তোমাদের মাঝে প্রকাশ করতে পেরেছি কিন্তু যদি তোমরা এই ফোনটি কিনতে চাও তাহলে অবশ্যই ভিভোর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বর্তমান দাম একটু যাচাই-বাছাই করে নিও কারণ প্রতি নিয়ত ফোনের দাম বাড়ে ও কমে সুতরাং ফোন কেনার আগে সঠিক দাম জানতে ভিভোর বাংলাদেশী অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো। ধন্যবাদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button